প্রযুক্তি

রৌমারীতে দুস্থ নারীদের হাতে সেলাই মেশিন,স্বপ্ন এখন স্বাবলম্বিতার

  রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ৮ সেপ্টেম্বর ২০২৫ , ৩:৪১ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের রৌমারীতে ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিল প্রকল্পের আওতায় দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলা পরিষদ চত্বরে ৫৮ জন পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে এসব সেলাই মেশিন হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রৌমারী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মুক্তার হোসেন ও ইউনিয়ন পরিষদের সচিব সিরাজুল ইসলাম। এছাড়াও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্তৃপক্ষ জানান, পর্যায়ক্রমে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দুস্থ ও সুবিধাবঞ্চিত নারীদের মধ্যেও এভাবে সেলাই মেশিন বিতরণ করা হবে।

রৌমারী সদর ইউনিয়নের সচিব সিরাজুল ইসলাম বলেন, নারীরা ঘরে বসে সেলাই কাজের মাধ্যমে আয় করতে পারলে সমাজ ও পরিবারে তাদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

রৌমারী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, এই সেলাই মেশিন শুধু একটি যন্ত্র নয়, এটি হলো আত্মকর্মসংস্থানের হাতিয়ার। আশা করি, উপকারভোগীরা এটি সঠিকভাবে ব্যবহার করে নিজের ভাগ্য উন্নয়নে কাজ করবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার তার বক্তব্যে বলেন, সরকার গ্রামীণ নারীদের স্বাবলম্বী করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যারা সেলাই মেশিন পেয়েছেন তারা যেন এটিকে কাজে লাগিয়ে নিজেরা স্বাবলম্বী হন এবং পরিবারকে আর্থিকভাবে সহায়তা করতে পারেন, সেই প্রত্যাশা করি।