বিবিধ

রৌমারীতে দক্ষ জনশক্তি গড়ে তুলছে স্কিল ডেভেলপমেন্ট সেন্টার

  রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ১৫ ডিসেম্বর ২০২৫ , ৪:২৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের রৌমারীতে দক্ষ জনশক্তি তৈরি ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার এন্ড ওভারসিজ–২ শাখা নানা প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে।

প্রতিষ্ঠানটিতে ওয়েল্ডিং, কনস্ট্রাকশন ও ফিটার ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। ওয়েল্ডিং কোর্সে জি ওয়েল্ডিং, মিগ ওয়েল্ডিং ও এসএস ওয়েল্ডিং শেখানো হয়। কনস্ট্রাকশন কোর্সে ম্যাশন, টাইলস, রড বাইন্ডিং, স্কাফোল্ডিং, প্লাস্টার ও হেল্পার ট্রেনিং দেওয়া হয়। ফিটার ট্রেনিংয়ে পাইপ ফিটিং, স্টিল ফিটিং, ইলেকট্রনিক কেবল ও ইনসুলেশন শেখানো হয়।

প্রতিষ্ঠান সূত্র জানায়, প্রশিক্ষণার্থীরা অভিজ্ঞ টেকনিশিয়ানের তত্ত্বাবধানে আন্তর্জাতিক মানের কাজ শিখতে পারবেন, ইন্টারন্যাশনাল অনলাইন সার্টিফিকেট পাবেন এবং সরকারি লেভেল–১, ২, ৩ ও ৪ প্রশিক্ষণ গ্রহণের সুবিধা, থাকা-খাওয়ার ব্যবস্থা পাবেন।

প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা স্বল্প খরচে বিদেশের স্বনামধন্য কোম্পানিতে কাজ করার সুযোগ পান। এই প্রতিষ্ঠান থেকে রাশিয়া, সৌদি আরব, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, হাঙ্গেরি, দুবাই, কাতার, দক্ষিণ কোরিয়া, রোমানিয়া, সিঙ্গাপুর, পোল্যান্ড ও জাপানসহ বিভিন্ন দেশে জনবল পাঠানো হয়ে থাকে।

পরিচালক আব্দুর রহিম বাদল বলেন, “তরুণ সমাজকে দক্ষ করে গড়ে তুলে আত্মকর্মসংস্থান ও নিরাপদ বিদেশগামী কর্মসংস্থান নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”