রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ১৪ ডিসেম্বর ২০২৫ , ৪:৩৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের রৌমারীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার রৌমারী থানার একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলী জানান, উপজেলার বন্দবেড় ইউনিয়নের টাপুরচর গ্রামের মৃত মানিক মিয়ার পুত্র জাহাঙ্গীর আলম—যিনি অতীতে ছাত্রলীগের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন—গোপনে সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছেন এমন তথ্য পুলিশের কাছে আসে।
বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে থানার সেকেন্ড অফিসার শাহনেয়াজ-এর নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়। পরে পুলিশ সংগীয় ফোর্স নিয়ে টাপুরচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে জাহাঙ্গীর আলমকে আটক করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
ওসি মো.কাওসার আলী আরও জানান,আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা বা অবৈধ সংঘবদ্ধ তৎপরতা প্রতিরোধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।





