খেলা

রৌমারীতে কাঠসেট পিচে ক্রিকেটের সূচনা

  রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ৭ সেপ্টেম্বর ২০২৫ , ৯:৫৯ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের রৌমারীতে প্রথমবারের মতো কাঠসেট ক্রিকেট পিচের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জল কুমার হালদার এবং রৌমারী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক যৌথভাবে পিচটির উদ্বোধন করেন।

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় আকৃষ্ট করতে স্বেচ্ছাসেবী সংগঠন প্রতীক এ উদ্যোগ নেয়। উদ্বোধনী দিনকে ঘিরে বিদ্যালয়ের শিক্ষার্থী, স্থানীয় ক্রীড়াবিদ, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—রৌমারী মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আকতারুজ্জামান, প্রতীকের পরিচালক দিপুল আহমেদ, রাশেদুল ইসলাম রাশেদ, জাহাঙ্গীর, বাবুসহ অনেকে। সবাই আশা প্রকাশ করেন, নতুন এই ক্রিকেট পিচ উদ্বোধনের মাধ্যমে রৌমারীর তরুণ সমাজ খেলাধুলায় আরও বেশি আগ্রহী হবে এবং এ অঞ্চলে ক্রিকেট খেলার মান উন্নত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও উজ্জল কুমার হালদার বলেন,“বর্তমান প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে হলে খেলাধুলার বিকাশ ঘটাতে হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের ইতিবাচক উদ্যোগ সবসময় অব্যাহত থাকবে।”

এ সময় ওসি সেলিম মালিক বলেন,“যুব সমাজ যদি খেলাধুলায় মনোযোগী হয়, তাহলে অপরাধ প্রবণতা হ্রাস পাবে। পুলিশ প্রশাসন সর্বদা এ ধরনের কার্যক্রমে সহযোগিতা করবে।”