ধর্ম ও নৈতিকতা

রৌমারীতে উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও গণ মিছিল অনুষ্ঠিত

  রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ২৫ জুলাই ২০২৫ , ৭:৩৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন চুক্তির প্রতিবাদে রৌমারী উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর উদ্যোগে আজ কর্তিমারী বাজারের কেন্দ্রীয় মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ ও গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে৷ উক্ত সমাবেশে বক্তব্য রাখেন – ছাত্র জমিয়ত রৌমারী শাখার সভাপতি মাওলানা মোঃ মিজানুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ রৌমারী উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মাও মোঃ ইয়াসিন, সহ সভাপতি মাও মোঃ নাসির হোসেন, শিহাব কাসিমা, জমিয়তের প্রচার সম্পাদক মাওঃ মোঃ মাসুদুর রহমান বাদল, আরো উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত রৌমারী উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি মাও মোঃ ইসরাফিল ও ছাত্র জমিয়ত রৌমারী শাখা সাধারন সম্পাদক মাওঃ মোঃ মাহাদি হাসান, আরো অনেকেই , মাওঃ মোঃ সফিউল আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ৷ বক্তারা তাদের বক্তব্য বলেন – কোনভাবেই বাংলাদেশে আমেরিকার অধিভক্ত বিস্তার করতে দেয়া হবে না৷ তাহলে এর পরিণাম ভালো হবে না৷ আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিবাদ করব৷বাংলাদেশের তাওহী জনতা কখনোই এরকম একটা সিদ্ধান্তকে মেনে নেবে না৷