বিবিধ

রাষ্ট্রীয় মর্যাদায় বাবার পাশে শায়িত শহীদ সবুজ

  সুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি: ২১ ডিসেম্বর ২০২৫ , ৮:২৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সন্ত্রাসী ড্রোন হামলায় শহীদ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সবুজ মিয়ার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) বিকেলে গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার মহদীপুর ইউনিয়নের আমলাগাছী (ছোট ভবনপুর) গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর বাবা প্রয়াত হাবিদুল ইসলামের কবরের পাশে শহীদ সবুজ মিয়াকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
এর আগে দুপুর আনুমানিক ২টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে শহীদ সবুজ মিয়ার মরদেহ গাইবান্ধা জেলা সদরের তুলসীঘাট হেলিপ্যাডে পৌঁছায়। সেখান থেকে অ্যাম্বুলেন্সযোগে মরদেহ নেওয়া হয় তাঁর নিজ বাড়ি আমলাগাছী (ছোট ভবনপুর) গ্রামে। বাড়িতে পৌঁছানোর পর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শহীদ সবুজ মিয়াকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় রাষ্ট্রীয় সম্মাননা প্রদানসহ জানাজায় অংশ নেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। পাশাপাশি জনপ্রতিনিধি, আলেম-ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ জানাজায় অংশগ্রহণ করেন। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, গত শনিবার (১৩ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর আনুমানিক ৩টা ৪৫ থেকে ৩টা ৫০ মিনিটের মধ্যে সুদানের কাদুগলি লজিস্টিক বেসে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর পরিচালিত ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ সদস্য শহীদ হন। শহীদদের মধ্যে একজন ছিলেন সবুজ মিয়া। তাঁরা সুদানের আবেই এলাকায় জাতিসংঘের (ইউএন) শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে কর্তব্যরত ছিলেন।
রংপুর সেনানিবাসের ক্যাপ্টেন মো. আলভী জানান, বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শহীদ সবুজ মিয়ার জানাজা ও দাফন সর্বোচ্চ মর্যাদা ও সম্মানের সঙ্গে সম্পন্ন করা হয়েছে।