স্টাফ রিপোর্টার: ৩১ ডিসেম্বর ২০২৫ , ৯:৪৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কুড়িগ্রাম-৪ (রৌমারী, চিলমারী ও রাজিবপুর) আসনে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আপন দুই ভাই—যা স্থানীয় রাজনীতিতে সৃষ্টি করেছে বাড়তি কৌতূহল ও আলোচনা।
বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে রয়েছেন মো. আজিজুর রহমান। অপরদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার আপন ভাই মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক।
স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত এই দুই ভাই নিজ নিজ দলের আদর্শ ও কর্মসূচি সামনে রেখে নির্বাচনী মাঠে নেমেছেন। পারিবারিক সম্পর্ক অটুট থাকলেও রাজনৈতিক প্রতিযোগিতায় কেউ কাউকে ছাড় দিতে রাজি নন।
বিএনপির প্রার্থী মো.আজিজুর রহমান গণসংযোগকালে সরকারের সমালোচনা,ভোটাধিকার পুনরুদ্ধার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং গণতন্ত্র প্রতিষ্ঠার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরছেন।
অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী মো.মোস্তাফিজুর রহমান মোস্তাক নৈতিক রাজনীতি, সুশাসন প্রতিষ্ঠা এবং ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, একই পরিবারের দুই ভাইয়ের ভিন্ন রাজনৈতিক ব্যানারে মুখোমুখি লড়াই কুড়িগ্রাম-৪ আসনের নির্বাচনকে আরও আকর্ষণীয় করে তুলেছে। অনেক ভোটার বিষয়টিকে ব্যতিক্রমী ও আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে দেখছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কুড়িগ্রাম-৪ আসন এমনিতেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তার ওপর আপন দুই ভাইয়ের সরাসরি প্রতিযোগিতা ভোটের হিসাব-নিকাশে নতুন মাত্রা যোগ করেছে। শেষ পর্যন্ত জনগণের রায়ই নির্ধারণ করবে এই আসনের ভাগ্য।
প্রার্থীদের ঘনিষ্ঠ সূত্র জানায়, রাজনৈতিক মাঠে পারিবারিক সম্পর্ক নয়—দলীয় আদর্শ ও জনগণের সমর্থনই মুখ্য। তাই নির্বাচনী প্রতিযোগিতায় ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।





