রাজনীতি

রাকসু নির্বাচন শুরু ভোটকেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি

  ইরিন জামান খান প্রান্তি,রাবি প্রতিনিধি: ১৬ অক্টোবর ২০২৫ , ১০:১৮ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

ভোটের শুরু থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। সকাল সকাল বিভিন্ন কেন্দ্রগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশ্ববিদ্যালয়ের ৯টি একাডেমিক ভবনে স্থাপন করা হয়েছে মোট ১৭টি ভোটকেন্দ্র।

সকালে ভোটকেন্দ্র পরিদর্শন শেষে ছাত্রদল সমর্থিত প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী শেখ নূর উদ্দিন আবির সাংবাদিকদের বলেন,“দীর্ঘ অপেক্ষার পর এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা আশা করছি এটি হবে একটি বিতর্কমুক্ত ও স্বচ্ছ নির্বাচন।”

তবে বহিরাগতদের প্রবেশ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমানের ক্যাম্পাসে প্রবেশের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে জানতে চাইলে আবির জানান,“কেন্দ্রীয় নেতা হিসেবে তিনি (আমানউল্লাহ আমান) আচরণবিধির মধ্যে থেকেই সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানিয়েছেন।”

আচরণবিধি লঙ্ঘন করে এমন নির্দেশনা তিনি দিতে পারেন কি না—এমন প্রশ্নে আবির নীরব থাকেন এবং পরে বিস্তারিত জানাবেন বলে জানান।

অন্যান্য কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচন (ডাকসু, জাকসু, চাকসু) এর ফলাফল নিয়ে প্রশ্ন করা হলে আবির বলেন,“আমরা রাবিয়ানরা স্বাধীনচেতা। অন্য বিশ্ববিদ্যালয়ে কী হচ্ছে তা নিয়ে আমরা চিন্তিত নই।”

নির্বাচন উপলক্ষে পুরো ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ রাখা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিটি প্রবেশপথে কড়া নজরদারি চলছে।

ছাত্রদল সমর্থিত এজিএস পদপ্রার্থী জাহিন বিশ্বাস এষা বলেন,“নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। ফলাফল যাই হোক, আমরা তা মেনে নেব।”

ভোট প্রদান শেষে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শেখ শাহারিয়ার আহমেদ বলেন,“এটা আমার জীবনের প্রথম ছাত্র সংসদ নির্বাচন। ভোট দিতে পেরে আমি আনন্দিত। আশা করি যোগ্য ও নেতৃত্বে সক্ষম শিক্ষার্থীরাই নির্বাচিত হবেন।”