শিক্ষা

রাকসু নির্বাচনে সহিংসতার শঙ্কা,৩ দফা দাবি গণতান্ত্রিক ছাত্র জোটের

  রাবি প্রতিনিধি ২৯ জুলাই ২০২৫ , ২:৪২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে ঘিরে সহিংসতা ও রাজনৈতিক উত্তেজনার আশঙ্কা প্রকাশ করেছে গণতান্ত্রিক ছাত্র জোট। নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে নিরাপদ পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে তারা তিন দফা দাবি জানান।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার পেছনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন জোটের নেতারা।

দাবিগুলোর মধ্যে রয়েছে, রাকসু নির্বাচনের ভোটকেন্দ্র একাডেমিক ভবনে স্থাপন করতে হবে।
সাম্প্রতিক সময়ের কয়েকটি সহিংস ঘটনার যেমন: ৭টি আবাসিক হলে কোরআন পোড়ানো, রেজিস্ট্রারের বাসায় ককটেল বিস্ফোরণ এবং গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে সন্ত্রাসী হামলার নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে। সাইবার বুলিং প্রতিরোধে কার্যকর সেল গঠন করতে হবে এবং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের আহ্বায়ক তারেক আশরাফ বলেন, “জুলাই অভ্যুত্থানের পর আমরা ভাবছিলাম ক্যাম্পাসে একটি নিরাপদ রাজনৈতিক পরিবেশ ফিরে আসবে, কিন্তু বাস্তবে তা হয়নি। একটি গোষ্ঠী উদ্দেশ্যমূলকভাবে সহিংসতা ছড়িয়ে দিয়ে ক্যাম্পাসে আধিপত্য কায়েম করতে চায়। প্রশাসনের নিরবতা এ বিষয়ে উদ্বেগজনক।”

তিনি আরও বলেন, “বিচারহীনতার সংস্কৃতি শিক্ষাঙ্গনে সন্ত্রাসকে উৎসাহিত করছে। রাকসু নির্বাচন সামনে রেখে যদি কোনো বড় সহিংসতা ঘটে, তার দায় সম্পূর্ণভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর বর্তাবে।”

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, “আমরা চাই রাকসু নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়। কিন্তু বর্তমানে আমরা যেসব ঘটনা ক্যাম্পাসে দেখছি— সেগুলো আশঙ্কাজনক। মশাল মিছিলে হামলা, কোরআন পোড়ানোর মাধ্যমে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি, মেয়েদের হলে গুজব ছড়িয়ে ভীতি তৈরি এবং একটি অ্যালামনাই সংগঠন দখলের নামে সহিংসতা—এসব কিছুই নির্বাচনকে বিতর্কিত করার জন্য একটি পরিকল্পনার অংশ বলেই আমরা মনে করি।”

তিনি আরও বলেন, “প্রশাসন যদি এসব ঘটনার তদন্ত ও বিচার দ্রুত নিশ্চিত করতে পারে, তবেই সাধারণ শিক্ষার্থীরা রাকসু নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে সাহস পাবে।”

এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের কোষাধ্যক্ষ কায়সার আহমেদ, ছাত্র গণ মঞ্চের আহবায়ক নাসিম সরকার , বিপ্লবী ছাত্র মৈত্রীর সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আলিফ।