রাজনীতি

মাদারগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

  মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা : ৭ জানুয়ারি ২০২৬ , ৭:২১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন হাসান (২৫) কে ঢাকার গাজীপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাতে গাজীপুরে একটি বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর বুধবার (৭ জানুয়ারি) বিকেলে গুলশান থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাদল জানান, সুজন হাসানের আইনজীবীর বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুজন হাসান মাদারগঞ্জ উপজেলা ছাত্রলীগের টানা দুইবারের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের চরপাকেরদহ গ্রামের মোশাররফ হোসেনের ছেলে।
এছাড়া, গত ৫ আগস্টের পর থেকে তিনি বাড়ি ছেড়ে আত্মগোপনে ছিলেন বলেও জানা গেছে।