বিবিধ

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে উলিপুরে এনসিপির দোয়া মাহফিল

  উলিপুর প্রতিনিধিঃ ২৩ জুলাই ২০২৫ , ৬:৫৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

উত্তরার মাইলস্টোন স্কুল অ‌্যান্ড কলেজ ক‌্যাম্পা‌সে বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ‌্যান্ড কলেজ মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এ কর্মসূচি পালন করে জাতীয় নাগরিক পার্টি (এন‌সি‌পি)উলিপুর উপজেলা শাখা। এতে সভাপতিত্ব করেন দল‌টির রংপুর বিভাগীয় সংগঠক আলমগীর কবির।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কুড়িগ্রাম জেলার যুগ্ম সদস্য সচিব নাজমুল আল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উলিপুর শাখার যুগ্ম সমন্বয়কারী সাখাওয়াত হোসাইন, বজরা এল কে আমিন স্কুল অ‌্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক হাবিবুর রহমান, উলিপুর এমএস স্কুল অ‌্যান্ড কলেজের সহকারী শিক্ষক তাজুল ইসলাম, জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা শাখার ইউনিট সদস্য খায়রুজ্জামানসহ বি‌ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠা‌নের শিক্ষকবৃন্দ।
বক্তারা এই দুর্ঘটনাকে জাতীয় ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেন এবং সারা দেশে সর্বস্তরের জনগণকে নিহতদের জন্য দোয়া করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় মুনাজাত করা হয় এবং আহতদের সুস্থতা কামনা করে বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন উলিপুর মসজিদুল হুদার খতিব মাও. মো. আনছার আলী।