অপরাধ

ফুলবাড়ীতে রোগাক্রান্ত গরুর পঁচা মাংস বিক্রির সময় কসাই কে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

  ফুলবাড়ী (দিনাজপুর)প্রতিনিধি: ১২ জুলাই ২০২৫ , ১:২৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ল্যাম্পিস্কিন রোগে আক্রান্ত গরু জবাই করে পঁচা মাংস বস্তায় ভরে বিক্রয়ের উদ্দেশ্যে দোকানে নেওয়ার সময় এক কসাই কে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। শুক্রবার ১১(জুলাই) রাত এগারোটার দিকে শিমুলবাড়ি ইউনিয়নের নয়ার বাজার নামক এলাকায় এ ঘটনা ঘটে। আটক কসাই পাশের এলাকা ভুরিয়ার কুটি গ্রামের জোবেদ আলীর ছেলে, শাহিনুর রহমান (৪২)।

স্থানীয় সূত্রে জানাযায়, শুক্রবার রাতের অন্ধকারে কসাই শাহিনুর রহমান পঁচা মাংস বস্তায় ভরে বিক্রির উদ্দেশ্যে নয়ার বাজারের দোকানে পৌঁছে দিতে যাচ্ছিল। এমতাবস্থায় এলাকাবাসীর সন্দেহ হলে তাকে থামিয়ে বস্তার মুখের বাঁধন খোলামাত্র দূর গন্ধযুক্ত পঁচা গরুর মাংস বেরিয়ে আসে পঁচা এ মাংস গুলো দেখে সন্দেহ এগুলো ল্যাম্পিস্কিন রোগে আক্রান্ত গরুর মাংস।পরে এলাকাবাসী তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয়রা অভিযোগ করছেন অসুস্থ গরুর পঁচা মাংস বিক্রি করে জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি তৈরি করা হচ্ছিল। তাঁরা প্রশাসনের কাছে কসাই শাহিনুরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান,কসাই শাহিনুর রহমান কে জনতা আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে।তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে ওই মাংসগুলো ল্যাম্পিস্কিন রোগে আক্রান্ত গরুর মাংস। ইতিমধ্যে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।