জাহিদুর রহমান উজ্জ্বল, মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা: ১ জানুয়ারি ২০২৬ , ৭:২১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা বদরুল আলম সরদার বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে প্যারোলে মুক্তি নিয়ে মায়ের জানাজায় অংশ নেন। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকের আহমেদ।
আজ সকালেই বদরুল আলমের মা মনোয়ারা বেগম বার্ধকজনিত রোগে মারা যান। বিকেলে কারাগার থেকে প্যারোলে মুক্তি নিয়ে শেষ বারের মতো তিনি মায়ের জানাজায় উপস্থিত হন।
বদরুল আলম সরদার মাদারগঞ্জ উপজেলার ১নং চর পাকেরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য।
উল্লেখ্য, বদরুল আলমকে গত ২০ নভেম্বর রাজধানী ঢাকার সাভার উপজেলার হেমায়েতপুর এলাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি টিম গ্রেফতার করে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ঢাকার মীরপুরে একটি হত্যা মামলাসহ সাভার, গাজীপুর ও মাদারগঞ্জে আরও কয়েকটি মামলা রয়েছে।
পলাতক থাকার কারণে ৫ আগস্টের পর তাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়। এরপর থেকে তিনি এলাকা ছেড়ে সাভারে অবস্থান ও ব্যবসা বাণিজ্য চালিয়ে আসছিলেন।
বদরুল আলম সরদার জানান, “আমার মা মৃত্যুর সংবাদ শুনে আমি প্যারোলে মুক্তি নিয়ে উপস্থিত হয়েছি। পলাতক থাকার কারণে পদ থেকে অপসারণ হওয়া সত্য, কিন্তু এখন মায়ের জানাজায় শেষ শ্রদ্ধা জানাতে পেরে স্বস্তি পেলাম।”











