রাজনীতি

নির্বাচন কমিশনের প্রতীক তালিকায় যুক্ত হলো‘শাপলা কলি

  স্টাফ রিপোর্টার: ৩০ অক্টোবর ২০২৫ , ৪:৩৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য নির্ধারিত প্রতীক তালিকায় নতুন একটি প্রতীক সংযোজন করেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) প্রকাশিত এক গেজেট বিজ্ঞপ্তিতে কমিশন জানায়, নির্বাচনী প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ নামের নতুন প্রতীকটি অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, “নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮”-এর বিধি ৯ (উপবিধি ১) সংশোধন করে এই নতুন প্রতীক সংযোজনের অনুমোদন দেওয়া হয়েছে। এ সংক্রান্ত গেজেটটির নম্বর এস.আর.ও. নং ৪৩১-আইন/২০২৫।

সংশোধিত প্রতীক তালিকায় এখন মোট ১১৯টি প্রতীক রয়েছে, যার মধ্যে ‘শাপলা কলি’ যুক্ত হয়েছে ১০২ নম্বরে।

দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের দলের প্রতীক হিসেবে ‘শাপলা’ ব্যবহার করার দাবি জানিয়ে আসছিল। তবে ইতোমধ্যে ‘শাপলা’ প্রতীকটি অন্য দল ব্যবহার করায় নির্বাচন কমিশন বিকল্প হিসেবে ‘শাপলা কলি’ প্রতীকটি যুক্ত করে।

ইসি জানায়, প্রতীক তালিকায় নতুন প্রতীক যুক্ত করার লক্ষ্য হলো নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে আরও বেশি বিকল্প প্রদান করা, যাতে ভবিষ্যৎ জাতীয় ও স্থানীয় নির্বাচনে প্রার্থীরা প্রতীকের স্বাতন্ত্র্য বজায় রেখে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

কমিশনের এক কর্মকর্তা বলেন,“রাজনৈতিক দলগুলোর আবেদনের ভিত্তিতে ‘শাপলা কলি’ প্রতীকটি সংযোজন করা হয়েছে। এটি নির্বাচনী বৈচিত্র্য এবং অংশগ্রহণমূলক রাজনীতি জোরদারে সহায়ক হবে।”