চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ২ ডিসেম্বর ২০২৫ , ৩:২৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার কল্যাণ সহকারী (FWA) এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) পদের দ্রুত নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামের চিলমারীতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করলেও আমরা সঠিক নিয়োগবিধি এবং পদোন্নতিসহ বিভিন্ন সুবিধা থেকে ১৯৭৬ সাল থেকে বঞ্চিত হয়ে আসছি। দেশের বিশাল জনগোষ্ঠীর পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমরা নিবেদিতভাবে কাজ করে যাচ্ছি, কিন্তু আমাদের ন্যায্য দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না।”
তারা আরও বলেন, “দ্রুত আমাদের যুক্তিসঙ্গত দাবি মেনে নিতে হবে, অন্যথায় আন্দোলন চলমান থাকবে।”
কর্মসূচিতে বক্তব্য রাখেন,এফপিআই দিল খায়ের আকন্দ, আ. হালিম, তৌফিকুর রহমান, এফডব্লিউভি মর্জিনা পারভীন, মাসুদা আক্তার, মহসেনা বেগম এবং এফডব্লিউএ শাহিদা আরবী, হিমা আরা লিজা, মোশেদা, মৌসুমী সাহা প্রমুখ।











