শিক্ষা

নারী নির্যাতনের বিচার ও ধর্ষণ প্রতিরোধে রাবিতে ইসলামী ছাত্রী সংস্থার মানববন্ধন

  স্টাফ রিপোর্টার ২০ অক্টোবর ২০২৫ , ৬:৪৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

গাজীপুরের কালিয়াকৈরে ১৩ বছরের এক মাদ্রাসাছাত্রী ধর্ষণের প্রতিবাদে ও দেশে ক্রমবর্ধমান নারী নির্যাতনের বিচার এবং ধর্ষণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে ধরেছিলেন নানা প্রতিবাদী প্ল্যাকার্ড—যেগুলোর মধ্যে ছিল “আমার বোন ধর্ষিতা কেন? প্রশাসন জবাব চাই”, “ধর্ষকের ঠিকানা, এই বাংলায় হবে না”, “ধর্ষকের কোনো পরিচয় নাই, তার পরিচয় সে ধর্ষক”, “নো মোর রেপ, রেইজ এগেইনস্ট রেপ”—ইত্যাদি শ্লোগান লেখা ব্যানার।

এ সময় শাখা ছাত্রীসংস্থার সভাপতি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে নবনির্বাচিত রহমতুন্নেসা হলের সহ-সভাপতি (ভিপি) সাইফুন ইশিতা বলেন, “আমাদের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এখন যেন মুসলিম পরিচয়ই বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। ১৩ বছরের এক মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে গণমাধ্যম সেটিকে গুরুত্ব দিচ্ছে না, বিচারও পাচ্ছে না—এটাই সবচেয়ে লজ্জাজনক। ধর্ষকের কোনো ধর্মীয় পরিচয় থাকে না; সে কেবল ধর্ষক। অথচ কেউ কেউ ধর্মীয় পরিচয় টেনে এনে বিভাজন তৈরি করতে চাইছে, যা নিছক কুচক্র।”

এছাড়া জুলাই ৩৬ হলের নবনির্বাচিত সহ-সাহিত্য ও বিতর্ক সম্পাদক ফাতেমাতুস সানিহা বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিশ্চুপ ভূমিকাই ধর্ষকদের আরও উৎসাহিত করছে। দেশের সাধারণ নারী ও শিশুরাই এই নীরবতার বলি হচ্ছে। গত দশ মাসে দেশে প্রায় চার হাজারেরও বেশি ধর্ষণের মামলা হয়েছে, কিন্তু অধিকাংশেরই সুষ্ঠু সমাধান হয়নি। গাজীপুরের ঘটনাও তার ব্যতিক্রম নয়। আমরা প্রতিটি ধর্ষণের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।”

উল্লেখ্য, গাজীপুরের কালিয়াকৈরে ১৩ বছরের এক মাদ্রাসাছাত্রী ধর্ষণের ঘটনায় দুই মাস পর করা মামলায় গত ১৫ অক্টোবর পুলিশ জয় কুমার দাস ও লোকনাথ কুমার দাসকে গ্রেপ্তার করে।