ডেস্ক রিপোর্ট : ২৭ অক্টোবর ২০২৫ , ৩:০৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানাধীন সন্তোষপুর ইউনিয়নের হিরারকুটি এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪০০ বোতল ইস্কাফসহ এক নারী মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম।
গ্রেফতারকৃত মাদক কারবারি হলেন— হিরারকুটি এলাকার মোছাঃ রিনা বেগম (৩৫)।
গত রবিবার (২৬ অক্টোবর ২০২৫ খ্রি.)সন্ধ্যা আনুমানিক ০৭:৩০ ঘটিকায় নাগেশ্বরী থানার সন্তোষপুর ইউনিয়নের হিরারকুটি এলাকায় অভিযান পরিচালনা করে রিনা বেগমকে তার নিজ বসতবাড়ি থেকে ৪০০ বোতল ইস্কাফ উদ্ধারসহ গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি (ডিবি) মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,“নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম সফলভাবে অভিযান পরিচালনা করে মাদক কারবারি রিনা বেগমের বাড়ি থেকে ৪০০ বোতল ইস্কাফ উদ্ধার করেছে। এ ঘটনায় নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”











