ইখতিয়ার উদ্দিন আজাদ,নওগাঁ প্রতিনিধি: ১৩ ডিসেম্বর ২০২৫ , ৯:০৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওগাঁ–২ (পত্নীতলা-ধামইরহাট) আসন পরিচালনা কমিটির উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় পত্নীতলা উপজেলার নজিপুর পৌর শহরের মুগ্ধ কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নওগাঁ–২ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হকের প্রতিনিধি ও আসনটির নির্বাচনী পরিচালক মোহাম্মদ মারুফ আহম্মেদ।
সভায় পত্নীতলা ও ধামইরহাট উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মোট ১৬ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে সাংবাদিক সমাজের ভূমিকা, গণমাধ্যমকর্মীদের বিভিন্ন সমস্যা এবং তা সমাধানের সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে সাংবাদিকদের দায়িত্ব ও ভূমিকার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।
সভায় বক্তব্য রাখেন ধামইরহাট উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. রেজোয়ান, পত্নীতলা যুব বিভাগের যুব সম্রাট সোহেল রানা, ধামইরহাট উপজেলা জামায়াতের যুব সেক্রেটারি ও নওগাঁ–২ আসনের মিডিয়া পরিচালক আবু সালেহ মুসা, সহকারী মিডিয়া পরিচালক ও পত্নীতলা উপজেলা জামায়াতের মিডিয়া সম্পাদক আমানুল্লাহ, পত্নীতলা উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ঘোষনগর ইউনিয়ন জামায়াতের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. আখতার ফারুক, পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ এবং ধামইরহাট প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মালেক প্রমুখ।
মতবিনিময় সভায় সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ পারস্পরিক সহযোগিতা, পেশাদারিত্ব এবং গঠনমূলক সম্পর্ক বজায় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।





