বিবিধ

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযান: মাদকদ্রব্যসহ যুবক আটক

  ইখতিয়ার উদ্দিন আজাদ,নওগাঁ প্রতিনিধি: ১৪ ডিসেম্বর ২০২৫ , ৭:৫১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

নওগাঁ জেলার সীমান্ত এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ এক যুবককে আটক করা হয়েছে।

পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, শনিবার (১৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ধামইরহাট উপজেলার বস্তাবর বিওপি’র টহল কমান্ডার নায়েক মো. এরশাদ আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত পিলার ২৬০ এমপি থেকে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিমুলতলী আত্রাই নদী এলাকার একটি সন্দেহজনক স্থানে তল্লাশি চালানো হয়।

এ সময় ১৩ বোতল ভারতীয় নেশাজাতীয় ফেয়ারডিল, বাংলাদেশি নগদ ১ হাজার ৪০০ টাকাসহ এক চোরাকারবারিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন মো. আব্দুল মোমিন (৩১), পিতা— ওবায়দুর রহমান, গ্রাম— চকগোবিন্দ, পোস্ট— চকমলি, থানা— পত্নীতলা, জেলা— নওগাঁ।

পরবর্তীতে আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধামইরহাট থানায় মামলা দায়ের করা হয়। এ ঘটনায় দায়েরকৃত মামলার নম্বর ১৩, তারিখ ১৪ ডিসেম্বর ২০২৫। আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামাল প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস জানান, সীমান্ত এলাকায় গরু ও মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়ভাবে বিজিবির এ তৎপরতায় সীমান্ত এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।