ইখতিয়ার উদ্দিন আজাদ,নওগাঁ প্রতিনিধি: ৭ জানুয়ারি ২০২৬ , ৮:৪০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
নওগাঁ সীমান্তে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে।
১৪ বিজিবি সূত্র জানায়, বুধবার (৭ জানুয়ারি ২০২৬) বিকেলে দায়িত্ব পালনকালে সাপাহার উপজেলার খঞ্জনপুর বিওপির টহল কমান্ডার নায়েক মো. পিন্টু মিয়ার নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ২৫১ এমপি থেকে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নওগাঁ জেলার খঞ্জনপুর গুচ্ছগ্রাম এলাকায় এই অভিযান চালানো হয়।
এ সময় টহল দল ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১০ পুরিয়া ভারতীয় গাঁজা এবং একটি মোবাইল ফোনসহ দুইজন চোরাকারবারিকে আটক করে।
আটককৃতরা হলেন—
১. মো. বাবুল (৪৫), পিতা: মো. তাউজুল, গ্রাম ও পোস্ট: শামপুর, থানা: পত্নীতলা, জেলা: নওগাঁ।
২. মো. রিপন (২৮), পিতা: মো. আমিনুল ইসলাম, গ্রাম: ধুপিপাড়া, পোস্ট ও থানা: পার্বতীপুর, জেলা: দিনাজপুর।
বিজিবি জানায়, আটককৃতদের বিরুদ্ধে সাপাহার থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ আসামিদের পুলিশের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৪ হাজার ৯০২ টাকা ৫০ পয়সা।
এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন, পিএসসি জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্ত এলাকায় গরু পাচার, মাদক চোরাচালান, অবৈধ সীমান্ত পারাপারসহ সব ধরনের চোরাচালানের বিরুদ্ধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।










