নওগাঁ প্রতিনিধি: ১১ সেপ্টেম্বর ২০২৫ , ৪:০০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
নওগাঁয় ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের উদ্যোগে ২০০ জন উপকারভোগী পেয়েছেন প্রত্যেকে ২টি করে ছাগল, এক বস্তা খাবার, ২৫ কেজি দানাদার খাদ্য এবং গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় টিন, পিলার ও প্লাস্টিক ম্যাট।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় পত্নীতলা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে সমন্বিত উন্নয়ন প্রকল্পের আওতায় বিতরণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ, উপজেলা মৎস্য কর্মকর্তা রুজিনা পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রল্লাদ কুমার কুন্ডু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল আমিন, উপজেলা কৃষি উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মশিউর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম।
উক্ত প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বাবলম্বিতা, খাদ্য নিরাপত্তা এবং গৃহস্থালির মান উন্নয়নের লক্ষ্য রাখা হয়েছে। কৃষক ও উপকারভোগীরা বলেন, “এ ধরনের সহায়তা আমাদের জীবনে আশার আলো এনে দেয় এবং স্বাবলম্বী হওয়ার পথে বড় সহায়ক।”











