জামালপুর প্রতিনিধি: ১৩ অক্টোবর ২০২৫ , ৫:৪০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
দু’হাত হারিয়েও হার মানেননি মাদারগঞ্জের অদম্য তরুণ নিহাল। জীবনের সংগ্রামে জয়ী এই প্রতিবন্ধীর পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়। মানবিকতার নিদর্শন হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির শাহ ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক তার পাশে সহযোগিতার হাত বাড়ান।
উপজেলা পরিষদ চত্বরে সোমবার নিহালকে নিজের ব্যবসা সম্প্রসারণের জন্য ১৫ হাজার টাকার পণ্যসামগ্রী প্রদান করেন ইউএনও নাদির শাহ।
মাদারগঞ্জ উপজেলার গুনারিতলা ইউনিয়নের মোসলেমাবাদ গ্রামের দরিদ্র পরিবারে জন্ম নেয় নিহাল। ২০০২ সালে সুলতান আহম্মেদ ও খাদিজাতুন কুবরা দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন তিনি। শৈশবে বাবাকে হারিয়ে মায়ের একমাত্র আশ্রয় হয়ে বড় হন নিহাল।
২০২২ সালে নাদাগাড়ি এলাকায় বৈদ্যুতিক দুর্ঘটনায় হারান তার দুই হাত। সে সময় তিনি এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তবুও হাল না ছেড়ে তিনি প্রতিবন্ধী শরীর নিয়েই জীবিকার তাগিদে শুরু করেন একটি চায়ের দোকান। এখন সেই দোকানই তার পরিবারের একমাত্র ভরসা।
বর্তমানে নিহাল প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন, তবে তার মা খাদিজাতুন কুবরা এখনও কোনো সরকারি সহায়তা পাননি।
জীবনের কঠিন বাস্তবতাকে জয় করে নিহাল প্রমাণ করেছেন— শরীর নয়, মনোবলই মানুষকে এগিয়ে নিয়ে যায়।











