চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ২৯ অক্টোবর ২০২৫ , ৫:০১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের চিলমারীতে বেসরকারি দারিদ্র্যমুক্ত বহুমুখী সমবায় সমিতির বিরুদ্ধে কোটি টাকার অর্থ আত্মসাতের অভিযোগে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৯ অক্টোবর) সকালে দুদকের একটি দল মাঠ পর্যায়ে গিয়ে সমিতি-সংশ্লিষ্ট অভিযুক্ত ব্যক্তি ও ভুক্তভোগীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে। একই সঙ্গে উপজেলা সমবায় অফিসেও অভিযান পরিচালনা করা হয়।
এর আগে সহস্রাধিক প্রতারিত সদস্য তাদের আমানতের টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন। গণমাধ্যমেও এ বিষয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়।
অভিযোগ রয়েছে, উপজেলার রমনা ইউনিয়নের জোড়গাছ নতুন বাজার এলাকায় ২০০৭ সালের জুন মাসে দারিদ্র্যমুক্ত বহুমুখী সমবায় সমিতি প্রতিষ্ঠিত হয় এবং সে বছরই উপজেলা সমবায় অফিস থেকে রেজিস্ট্রেশন পায়।
প্রায় তিন হাজার সদস্য নিয়ে একটি চক্র ক্ষুদ্রঋণ কার্যক্রমের আড়ালে উচ্চ লভ্যাংশের প্রলোভন দেখিয়ে তিন থেকে চার কোটি টাকা সংগ্রহ করে নেয় বলে অভিযোগ। পরে কার্যক্রম বন্ধ করে সমিতির কর্মকর্তারা উধাও হয়ে যান।
ভুক্তভোগীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন অজুহাতে টাকা ফেরত না পেয়ে ক্ষুব্ধ হয়ে আন্দোলনে নামেন।
এই প্রেক্ষাপটে দুদক মাঠ পর্যায়ে তদন্ত শুরু করে। তারা সমবায় অফিস ও সমিতির সদস্যদের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা যাচাই করছে।
দুর্নীতি দমন কমিশনের সমন্বিত কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান বলেন,“দুদকের কার্যালয়ের ইনফোর্সমেন্ট ইউনিট থেকে অভিযান পরিচালনা করা হয়েছে। প্রথমে আমরা উপজেলা সমবায় অফিসে গিয়ে সমিতির নিবন্ধন, অডিট ফাইল ও রেকর্ডপত্র পর্যালোচনা করি। কিছু কাগজ তাৎক্ষণিক পাওয়া যায়নি, পরে সেগুলো অফিসে জমা দেওয়া হবে। পরবর্তীতে সমিতির অফিসে গিয়ে দেখি প্রতিষ্ঠানটির কোনো অস্তিত্ব নেই। পরে সমিতির ম্যানেজার, সাধারণ সম্পাদকসহ সদস্য ও ভুক্তভোগীদের বক্তব্য গ্রহণ করা হয়।”











