রাবি প্রতিনিধি ২৮ জুলাই ২০২৫ , ৬:৩৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
প্রায় সাড়ে তিন দশক পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করেছে রাকসু নির্বাচন কমিশন।তফসিল অনুযায়ী ভোট গ্রহণ ও ফলাফল ১৫ই সেপ্টেম্বর ২০২৫।
আজ সোমবার (২৮ জুলাই) বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রধান নির্বাচন কমিশনার আমাজাদ হোসাইন এর পক্ষে কমিশনের সদস্য এনামুল হক এই তফসিল ঘোষণা করেন।
তফশিল অনুযায়ী, ৩১জুলাই আচরণবিধি প্রকাশ, ৬আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৭আগস্ট ও ১০থেকে ১২ আগস্ট ভোটার তালিকা আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ১৪আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১৭থেকে ১৯ আগস্ট মনোনয়নপত্র বিতরণ, ২১,২৪ ও ২৫ আগস্ট মনোনয়নপত্র দাখিল, ২৭ থেকে ২৮ আগস্ট মনোনয়নপত্র বাছাই।
তফসিলে আরও বলা হয়, ৩১আগস্ট প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ২ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ৪সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ও ১৫সেপ্টেম্বর প্রতিটি আবাসিক হলে ভোট গ্রহণ করে ওইদিনই ফলাফল প্রকাশ করা হবে।
এসময় নির্বাচনে নিরাপত্তা ইস্যুতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসাইন বলেন, আমরা আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন সংগঠনের সাথে কথা বলেছি। তারা আমাদের নির্বাচন সম্পূর্ণ হওয়া পর্যন্ত সার্বিকভাবে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে।
উল্লেখ্য,প্রায় ৩৫ বছর ধরে বন্ধ থাকা এ নির্বাচনের দাবি জানিয়ে শিক্ষার্থীরা গত কয়েক বছর ধরে নানা কর্মসূচি ও আন্দোলন চালিয়ে আসছিল। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ছাত্র-সংগঠনগুলোর চাপ, সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদ, মানববন্ধন ও অবস্থান কর্মসূচির ফলে বিষয়টি আবারও আলোচনার কেন্দ্রে আসে।