সারাদেশ

দম্পতির জরাজীর্ণ ঘরে বসবাস, পাশে দাঁড়ালেন বিজিবি

  HM Mehahi ২৯ অক্টোবর ২০২৫ , ৬:৫৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রাম পৌর শহরে সন্তানদের নিয়ে জরাজীর্ণ ঘরে এক দম্পতির বসবাস। বিষয়টি নজরে আসায় পরিবারটির পাশে দাড়িয়েছে কুড়িগ্রাম ২২ বিজিবি। পরে একমাত্র থাকার টিনের ঘরটি মেরামত করে দেয় তারা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে মেরামত করা ঘরটি হস্তান্তর করে বিজিবি।

জানা গেছে, কুড়িগ্রাম পৌর শহরের জলিল বিড়ি মোড় এলাকার সাবু মিয়া জরাজীর্ণ ঘরে পরিবার পরিজন নিয়ে দীর্ঘদিন থেকে বসবাস করছেন। অভাব অনটন থাকায় ঘরটি মেরামত করতে পারেনি তিনি। পরে

বিষয়টি বিজিবির নজরে আসলে ভাঙা ঘরটি মেরামত করেন তারা।

সাবু মিয়া বলেন, কত ঝড়বৃষ্টি গেলো এই ঘরে কষ্ট করেই বসবাস করেছি। বৃষ্টির দিন রাতে ঘুমাতে পারি নাই। আসেপাশে অনেক ধনি মানুষ আছে কেউ পাশে দাড়ায় নাই। বিজিবি জানার পর ঘরটি মেরামত করে দিলো। আমি ও আমার পরিবার অনেক খুশি। 

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, একটি পরিবার দীর্ঘদিন থেকে জরাজীর্ণ ঘরে বসবাস করছে। বিষয়টি জানার পর তার থাকার ঘরটি মেরামত করে দেয়া হয়েছে। বিজিবি শুধু সীমান্তে নয়, পাশাপাশি অনেক মানবিক কাজও করে আসছে।