বিবিধ

২৮কুড়িগ্রাম-৪ সংসদীয় আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন রুকুনুজ্জামান শাহিন

  চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ২৩ ডিসেম্বর ২০২৫ , ৩:৩৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮কুড়িগ্রাম-৪
(চিলমারী,রৌমারী ও রাজিবপুর) অংশগ্রহণের উদ্দেশ্যে চিলমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক রুকুনুজ্জামান শাহিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মঙ্গলবার (তারিখ) দুপুরে চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাকের কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র গ্রহণ করেন। মনোনয়নপত্র সংগ্রহের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা।
রুকুনুজ্জামান শাহিন বলেন, “জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে জনগণের প্রতি আমার দায়বদ্ধতা আরও বৃদ্ধি পাবে। চিলমারী,রৌমারী ও রাজিবপুরবাসীর কল্যাণে কাজ করতে চাই।”
চিলমারী উপজেলার রাজনৈতিক মহল জানিয়েছে, মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে রুকুনুজ্জামান শাহিন এ আসনে নির্বাচনী মহড়ায় নিজেদের অবস্থান শক্ত করেছেন। নির্বাচনী প্রচারণার আগে তিনি স্থানীয় বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন এবং তাদের দোয়া নিয়েছেন।
উল্লেখ্য,কুড়িগ্রাম-৪ আসনে আরও ৪ জন প্রার্থী ইতিমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।বিএনপি থেকে আলহাজ্ব আজিজুর রহমান,জামায়াতে ইসলামী:আলহাজ্ব মোস্তাফিজ রহমান মোস্তাক,ইসলামি আন্দোলন: সহকারী অধ্যাপক মো.হাফিজুর রহমান,জাতীয় পার্টি: মো. ফজলুল হক মন্ডল।যার ফলে আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা তীব্র হওয়ার দিকে ইঙ্গিত দিয়েছে।