রাবি প্রতিনিধি: ৩০ অক্টোবর ২০২৫ , ২:৫৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সায়মা হোসাইনের মৃত্যুর ঘটনায় তদন্তে গড়িমসির অভিযোগ এনে প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ করেছে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।
গত ২৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে সাঁতার কাটতে নেমে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সায়মা হোসাইনের মৃত্যু হয়। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশের আশ্বাস দিয়েছিল। তবে নির্ধারিত সময় পার হলেও সেই প্রতিবেদন জমা না হওয়ায় শিক্ষার্থীরা আজ ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা অবস্থান নেন।
বিক্ষোভে অংশ নেওয়া সমাজবিজ্ঞান বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাহিদুল ইসলাম বলেন, “২৬ তারিখ প্রশাসনের অবহেলার কারণে আমাদের বোন সায়মা মারা যান। আমরা সেদিন রাতেই তদন্তের দাবি জানিয়েছিলাম। প্রশাসন তিন দিনের সময় চেয়েছিল, কিন্তু এখনো কোনো প্রতিবেদন দেয়নি। আমরা আশঙ্কা করছি, তারা গড়িমসি করছে। ”
একই সাথে তিনি জানান – এ তদন্ত প্রতিবেদন প্রকাশে বিলম্ব হলে রাবির শিক্ষার্থীরা প্রশাানকে ছেড়ে কথা বলবে না; বলেও দাবি করেন।
এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা রাকসুর ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা জানতে চান, এ ঘটনায় রাকসুর অবস্থান কী?
রাকসুর নবনির্বাচিত জিএস সালাউদ্দিন আম্মার সকলকে আশ্বস্ত করে বলেন, “রাকসুর অবস্থান পরিষ্কার তদন্ত প্রতিবেদন তিন দিনের মধ্যেই জমা দেওয়ার কথা ছিল। এখন দুপুর দুইটা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে কেন? রাকসু প্রশাসনের ওপর প্রেশার দিচ্ছে।
এছাড়াও তিনি জানান যে – দুপুরে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, তদন্ত কর্মকর্তা ও রাকসুর বডির সঙ্গে বৈঠক হবে।
শিক্ষার্থীদের প্রতি প্রসাশনের এমন অবহেলামূলক দৃষ্টিভঙ্গির অবসান প্রত্যাশায়, শিক্ষার্থীদের আন্দোলনে প্রশাসনিক ভবনের সামনের এলাকায় উত্তেজনা বিরাজ করছে।











