ডেস্ক রিপোর্ট : ৩ জানুয়ারি ২০২৬ , ১২:২৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
ঢাকা–৯ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য জমা দেওয়া তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত জানান।
রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় সংশ্লিষ্ট আইন ও বিধিমালার আলোকে তাসনিম জারার দাখিলকৃত কাগজপত্র পর্যালোচনা করা হয়। যাচাই শেষে নির্ধারিত শর্ত পূরণ না হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। তবে মনোনয়ন বাতিলের নির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
এ বিষয়ে তাসনিম জারা জানান, নির্বাচন কমিশনের সিদ্ধান্তে তিনি হতাশ হলেও আইনি পথ খোলা রয়েছে। তিনি বলেন, নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে এবং তিনি আপিল করবেন। আপিলের মাধ্যমে ন্যায়বিচার পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, তাসনিম জারা পূর্বে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির নির্বাচনী জোট গঠনের সিদ্ধান্তের বিরোধিতা করে তিনি দল থেকে পদত্যাগ করেন। পরবর্তীতে তিনি ঢাকা–৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র বাতিলের ঘটনায় ঢাকা–৯ আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন আলোচনা তৈরি হয়েছে। এখন আপিলের ফলাফলের দিকে তাকিয়ে আছেন তার সমর্থক ও ভোটাররা।





