ডেস্ক রিপোর্ট : ৭ জানুয়ারি ২০২৬ , ১০:৩৩ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে ৭টির ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে সহসভাপতি (ভিপি) পদে ছাত্রদলের প্রার্থী এ কে এম রাকিব শিবির সমর্থিত রিয়াজুল ইসলামকে ৫৫ ভোটের ব্যবধানে ছাড়িয়ে গেছেন।
প্রধান পদে ফলাফল
ভিপি: রাকিব ৭৭৪ ভোট, রিয়াজুল ইসলাম ৭২৩ ভোট
জিএস: আব্দুল আলীম আরিফ (শিবির) ৫৭৭ ভোট, খাদিজাতুল কুবরা (ছাত্রদল) ২৭৭ ভোট
এজিএস: মাসুদ রানা (শিবির) ৫৫৫ ভোট, তানজিল (ছাত্রদল) ৪৭২ ভোট
বিভাগভিত্তিক ফল (সংক্ষিপ্ত)
ফিন্যান্স: রিয়াজুল ১৩৮, রাকিব ২৩১; আরিফ ১৬৩, খাদিজাতুল ১১৩; মাসুদ ১৬৩, তানজিল ১৭৮
কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং: রিয়াজুল ১০৬, রাকিব ৯৪; আরিফ ১১২, খাদিজাতুল ৫৩; মাসুদ ১০৫, তানজিল ৮০
জেনেটিক ইঞ্জিনিয়ারিং: রিয়াজুল ৫১, রাকিব ৩৯; আরিফ ৪৬, খাদিজাতুল ১৮; মাসুদ ৪২, তানজিল ৩০
ভূগোল ও পরিবেশবিজ্ঞান: রিয়াজুল ১০০, রাকিব ৯১; আরিফ ৯০, খাদিজাতুল ৪৫; মাসুদ ৯৮, তানজিল ৮৫
নৃবিজ্ঞান: রিয়াজুল ১২৮, রাকিব ১১৮; আরিফ ১২৩, খাদিজাতুল ৭৩; মাসুদ ১০২, তানজিল ১২৬
লোকপ্রশাসন: রিয়াজুল ১২২, রাকিব ১৩২; আরিফ ১২৩, খাদিজাতুল ৬২; মাসুদ ১৩০, তানজিল ১০৬
ফার্মেসি: রিয়াজুল ৭৮, রাকিব ৫৩; আরিফ ৮৩, খাদিজাতুল ২৬; মাসুদ ৭৮, তানজিল ৪৫
নির্বাচন কমিশন জানিয়েছে, মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটে ভোট গণনার মেশিনে প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়ায় প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ ছিল। পরে সমস্যা সমাধানের পর পুনরায় গণনা শুরু করা হয়।
ছয় কেন্দ্রের প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, শীর্ষ তিনটি পদে শিবির সমর্থিত প্যানেল এবং ছাত্রদলের মধ্যে বিরোধপূর্ণ লড়াই চলছে। বাকি কেন্দ্রগুলোর ফলাফল প্রকাশিত হলে চূড়ান্ত ফলাফল জানা যাবে।










