অনলাইন ডেস্ক : ৮ জানুয়ারি ২০২৬ , ১:১০ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা সম্পন্ন হয়েছে। মোট ৩৯টি কেন্দ্রের ফল বিশ্লেষণে শীর্ষ তিনটি গুরুত্বপূর্ণ পদে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল বিজয়ী হয়েছে।
সহসভাপতি (ভিপি) পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মো. রিয়াজুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৫৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত একেএম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট।
সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রশিবির সমর্থিত আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৫ হাজার ৪৭০ ভোট। অপরদিকে ছাত্রদল সমর্থিত প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২০৩ ভোট।
সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রশিবির সমর্থিত মাসুদ রানা পেয়েছেন ৫ হাজার ২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত বিএম আতিকুর তানজিল পেয়েছেন ৩ হাজার ৯৪৪ ভোট।
মঙ্গলবার (৬ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং একটি হল সংসদের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হলে ব্যালট বাক্সগুলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আনা হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছয়টি ওএমআর (অপটিক্যাল মার্ক রিকগনিশন) মেশিনের মাধ্যমে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়।
ভোট গণনার সময় প্রাথমিকভাবে কিছু গড়মিল দেখা দেওয়ায় দীর্ঘ সময় গণনার কাজ বন্ধ রাখা হয়। পরে গভীর রাতে পুনরায় ভোট গণনা শুরু করা হয় এবং শেষ পর্যন্ত ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশন সূত্র জানায়, এবারের জকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৬ হাজার ৬৪৫ জন। এর মধ্যে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে বলে জানান নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ।
একই দিনে বিশ্ববিদ্যালয়ের একমাত্র হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদের নির্বাচনও অনুষ্ঠিত হয়। ওই হল সংসদের মোট ভোটার ছিলেন ১ হাজার ২৪২ জন, যেখানে প্রায় ৭৭ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।











