স্টাফ রিপোর্টার: ৮ ডিসেম্বর ২০২৫ , ৮:৪৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রাম-৪(চিলমারী,রৌমারী ও রাজিবপুর)আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব আজিজুর রহমান আজ সোমবার চিলমারী উপজেলার অষ্টমীর চর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। বিকেলে তিনি বড় চর উত্তর বাজার, বড় চর দক্ষিণ বাজার ও বেলীর মোড় এলাকায় ঘুরে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং এলাকাবাসীর খোঁজখবর নেন।
গণসংযোগে স্থানীয় সাধারণ মানুষ, দোকানদার, তরুণ ভোটারসহ নানা পেশার মানুষের সঙ্গে আলাপ করে তিনি তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। স্থানীয়দের অবহেলিত যোগাযোগব্যবস্থা, পর্যাপ্ত চিকিৎসাসেবা, কর্মসংস্থান সংকট ও নদীভাঙনের বিষয়গুলো তুলে ধরলে আজিজুর রহমান নির্বাচিত হলে এসব সমস্যার সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন,“অষ্টমীর চর ইউনিয়ন দীর্ঘদিন ধরে অবহেলিত। এলাকার যোগাযোগব্যবস্থা উন্নয়ন,নদী ভাঙন রোধ, শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন ও বাজারগুলোর বাণিজ্যিক সম্প্রসারণে আমি অগ্রাধিকার দেব।”
গণসংযোগে স্থানীয় নেতা–কর্মী ও সমর্থকরা অংশ নেন। তারা বিভিন্ন স্লোগান, ব্যানার ও পোস্টার নিয়ে প্রার্থীকে স্বাগত জানান।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন পরে তারা একজন প্রার্থীকে সরাসরি এসে সমস্যার কথা জানতে দেখেছেন।
গণসংযোগ শেষে আজিজুর রহমান এলাকার তরুণদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন এবং উন্নত ও স্বচ্ছ রাজনীতির প্রত্যাশা নিয়ে ভোটারদের সমর্থন কামনা করেন।











