অপরাধ

চিলমারীতে ১৪ কেজি গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার

  চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ৫ ডিসেম্বর ২০২৫ , ৪:৩৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযানে ১৪ কেজি গাঁজাসহ তিন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) সকালে রমনা ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা রাবাইটারী এলাকার খোরশেদ আলম (২০), আসাদ আলী (১৯) ও নাজির হোসেন (২৮)।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম পিপিএম জানান, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি পিপিএম-এর নির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে চিলমারীতে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চিলমারী থানায় মামলা করার প্রস্তুতি চলছে। জেলার মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।