চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২৫ , ৪:২৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের চিলমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে সামিউল ইসলাম সানি ও সাধারণ সম্পাদক পদে মোঃ তামিম ইকবাল কে মনোনীত করা হয়।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে জেলা সাইবার দলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তির মাধ্যমে ১৫ সদস্য বিশিষ্ট আংশিক প্যানেল অনুমোদন দেয়া হয়েছে এবং আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেয়া হয়।
কমিটির সভাপতি সামিউল ইসলাম সানি জানান, এই সংগঠনের কাজ হলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিএনপিকে তুলে ধরা। আমরা চেষ্টা করব সেই কাজ গুলো করার।





