রাজনীতি

চিলমারীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ২৮ অক্টোবর ২০২৫ , ৩:৪৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা যুবদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় উপজেলা যুবদলের আহ্বায়ক ইফনুছ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আবু হানিফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক সাদাকাত হোসেন সাজু, সদস্য সাহেব আলী, যুবদলের সদস্য সচিব রুহুল আমিন জিয়া, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম সাদ্দাম, সদস্য আমজাদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকতারুজ্জামান বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে বিকেলে দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন যুবদলের নেতাকর্মীরা।