কৃষি

চিলমারীতে আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

  চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ৩ ডিসেম্বর ২০২৫ , ৪:১৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

চিলমারীতে ২০২৫–২৬ অর্থবছরের অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) বেলা ১২টায় উপজেলার বালাবাড়িহাট খাদ্য গুদাম প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ এনামুল হক, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, মিল চাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব শামছুদ্দিন সরকার, বিশিষ্ট ব্যবসায়ী ও মিল মালিক আমিনুল ইসলাম, সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং মিল মালিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য বিভাগের সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে ৩৪ টাকা কেজি দরে ৭৮ মেট্রিক টন ধান এবং মিল মালিকদের কাছ থেকে ৫০ টাকা কেজি দরে ৫২৯ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। সরকারের নির্ধারিত এই সংগ্রহমূল্যের ফলে কৃষকরা ন্যায্যমূল্য পাওয়ার পাশাপাশি বাজারে ধান–চালের মূল্য স্থিতিশীল রাখতে সহায়ক হবে বলে কর্মকর্তারা আশা করছেন।

স্থানীয় কৃষকরা জানান,বাজারে দাম কম থাকায় সরকার নির্ধারিত দামে ধান বিক্রি করতে পারায় তারা স্বস্তি পাচ্ছেন। অনেকে আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে তাদের উৎপাদন খরচ উঠে আসবে এবং কৃষিকাজে উৎসাহ বাড়বে।

মিল মালিকদের পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত দামে চাল সরবরাহে তারা সব ধরনের সহযোগিতা করবেন। তবে পরিবহন ও প্রক্রিয়াজাতকরণ খরচ বিবেচনায় ন্যায্য বিল প্রদানের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানান তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক বলেন,“সরকার কৃষকদের স্বার্থ রক্ষায় ন্যায্যমূল্যে ধান সংগ্রহ করছে। যাতে মধ্যস্বত্বভোগীরা লাভবান না হয়ে প্রকৃত কৃষকরাই উপকৃত হন। ধান ও চাল সংগ্রহে কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না।”

চলতি মৌসুমে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে বলে খাদ্য বিভাগের কর্মকর্তা জানান। সংগ্রহ লক্ষ্যমাত্রা পূরণে মাঠপর্যায়ে তদারকি বাড়ানো হবে।