বিবিধ

চাটমোহরে ও.আর.খান ফাউন্ডেশনের কম্বল বিতরণ

  স্টাফ রিপোর্টার: ২১ ডিসেম্বর ২০২৫ , ৮:৪১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

পাবনার চাটমোহর উপজেলায় ও. আর. খান চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে তিন শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার কাতুলী হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) মহিলা মাদ্রাসা ও এতিমখানায় কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে রাষ্ট্রীয় শোক পালনে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ফাউন্ডেশনের চাটমোহর উপজেলা কার্যনির্বাহী পরিষদের সভাপতি অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনিসুর রহমান সুমন নূরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সহ-সভাপতি শাহীন রহমান, কোষাধ্যক্ষ এনামুল হক, দৈনিক সমকালের প্রতিনিধি শামীম হাসান মিলন, দৈনিক যুগান্তরের প্রতিনিধি পবিত্র কুমার তালুকদার, হযরত আয়েশা সিদ্দিকা হাফিজিয়া মাদ্রাসার সেক্রেটারি সিরাজুল ইসলাম এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক বাবুল হাসান অপু।
এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক রাকিব হাসান, চাটমোহর উপজেলা শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইশারত আলী, পরিবেশ বিষয়ক সম্পাদক বুলবুল আহমাদ, সমাজকল্যাণ সম্পাদক আল-আমিন হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক এস. এম. মোহন রায়হান মাখন এবং নির্বাহী সদস্য দেবজিৎ কুন্ডু বাঁধনসহ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে অতিথিরা সমাজের অসহায়, দুস্থ, হতদরিদ্র মানুষ এবং মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেন। এছাড়াও চাটমোহর পৌরসভাসহ উপজেলার ১১টি ইউনিয়নে সর্বমোট তিন শতাধিক কম্বল বিতরণ করা হয়।
এর আগে ফাউন্ডেশনের চেয়ারম্যানের ওমরা পালনসহ দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দৈনিক যুগান্তরের চাটমোহর উপজেলা প্রতিনিধি পবিত্র কুমার তালুকদার যুগান্তরের মাল্টিমিডিয়া বিভাগে নভেম্বর মাসে দেশসেরা প্রতিনিধি নির্বাচিত হওয়ায় ও. আর. খান চ্যারিটেবল ফাউন্ডেশনের পক্ষ থেকে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।