গাইবান্ধা প্রতিনিধি: ২৯ ডিসেম্বর ২০২৫ , ৯:৩৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে গাইবান্ধা জেলার ৫টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪৫ জন।
এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ৩৫ ও স্বতন্ত্র ১০ জন।
সোমবার (২৯ ডিসেম্বর) রাতে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা ব্রিফিংকালে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর জেলার ৫টি আসন থেকে বিভিন্ন দলের ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট ৬০ জন মনোনয়নপত্র গ্রহণ করেছিলেন।
তাদের মধ্যে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন পর্যন্ত এসব প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র নিজ নিজ নির্বাচনী আসনের সহকারী রিটার্নিং অফিসার, উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসক, রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দিয়েছেন।
এর মধ্যে:
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ১৩ জন মনোনয়নপত্র গ্রহণ করে জমা দিয়েছেন ১০ জন।
গাইবান্ধা-২ (সদর) আসনে ৯ জন মনোনয়নপত্র গ্রহণকারীর মধ্যে ৮ জন জমা দিয়েছেন।
গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ি) আসনে ১০ জনের মধ্যে সবাই জমা দিয়েছেন।
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ১০ জন মনোনয়নপত্র গ্রহণকারীর মধ্যে ৬ জন জমা দিয়েছেন।
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ১৮ জন মনোনয়নপত্র গ্রহণকারীর মধ্যে ১১ জন জমা দিয়েছেন।
নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ৫ থেকে ৯ জানুয়ারি, নিষ্পত্তি ১০ থেকে ১৮ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।
রিটার্নিং কর্মকর্তা কর্তৃক চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশের পূর্বে প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি, নির্বাচনী প্রচারণা শুরু ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারির সকাল ৭টা পর্যন্ত, এবং ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।











