রাজনীতি

গণতান্ত্রিক ফ্রন্টের সঙ্গে যুক্ত নন সাবেক এমপি পনির উদ্দিন

  ডেস্ক রিপোর্ট : ২৩ ডিসেম্বর ২০২৫ , ৫:৩২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

গণতান্ত্রিক ফ্রন্ট নামে কোনো জোটের সঙ্গে কুড়িগ্রাম-২ আসনের সাবেক সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ যুক্ত নন বলে দাবি করা হয়েছে।
এম এ রাজ্জাক খান স্বাক্ষরিত এক চিঠিতে গণতান্ত্রিক ফ্রন্ট নামের একটি জোট ১২২টি আসনে তাদের প্রার্থীদের নাম প্রকাশ করে। গত ২৩ ডিসেম্বর প্রকাশিত ওই চিঠিতে কুড়িগ্রাম-২ আসনে প্রার্থী হিসেবে সাবেক এমপি পনির উদ্দিন আহমেদের নাম উল্লেখ করা হয়।
তবে বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন উল্লেখ করে সাবেক এমপি পনির উদ্দিন আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, তিনি গণতান্ত্রিক ফ্রন্ট নামে কোনো জোটের সঙ্গে জড়িত নন।
তিনি জানান, গত ২২ ডিসেম্বর জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে গিয়ে দলীয় মনোনয়নপত্র জমা দেন এবং জাতীয় পার্টির পক্ষ থেকে মনোনয়ন ও প্রতীক বরাদ্দসংক্রান্ত কাগজপত্র গ্রহণ করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাবেক এমপি পনির উদ্দিন আহমেদ শুরু থেকেই জাতীয় পার্টির মূলধারার রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এবং বর্তমান চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে কখনো যুক্ত ছিলেন না।
বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক এমপি পনির উদ্দিন আহমেদের ব্যক্তিগত সহকারী (পিএ) মো. রাহুল ইসলাম।