রাজনীতি

খালেদা জিয়ার মৃত্যুতে কুড়িগ্রামে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম: ৩১ ডিসেম্বর ২০২৫ , ৩:৩৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি। এ উপলক্ষে দলটির পক্ষ থেকে ৭ দিনের শোক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে কালো ব্যাজ ধারণ, দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, খতমে কুরআন ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি।
এরই অংশ হিসেবে বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা বিএনপির কার্যালয়ে জেলা মহিলা দলের উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি রেশমা সুলতানা, সহ-সভাপতি নাজমুন নাহার বিউটি, সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি, যুগ্ম সম্পাদক উম্মে আছমা ইসলাম, রিতা বেগমসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
খতমে কুরআন শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় শোকাহত নেতাকর্মীরা তাঁর রাজনৈতিক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।