রাজনীতি

কুড়িগ্রাম-৪ আসনে বাসদের মনোনয়নপত্র সংগ্রহ করলেন রাজু আহমেদ

  রাজিবপুর প্রতিনিধি: ২৩ ডিসেম্বর ২০২৫ , ৬:৫০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

Oplus_131072

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ সংসদীয় আসনে রাজিবপুর উপজেলা থেকে একমাত্র মনোনয়ন ফর্ম সংগ্রহকারী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর প্রার্থী রাজু আহমেদ।
মঙ্গলবার রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। এ সময় তার সঙ্গে বাসদ রাজিবপুর উপজেলা শাখার নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর রাজু আহমেদ বলেন, “শোষণ ও বৈষম্যমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। কুড়িগ্রাম-৪ আসনের মানুষের প্রধান সমস্যা—নদীভাঙন, যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও শিক্ষার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখাই আমার লক্ষ্য।”
স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে, রাজিবপুর উপজেলা থেকে একমাত্র প্রার্থী হিসেবে রাজু আহমেদের মনোনয়নপত্র সংগ্রহ নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।
উল্লেখ্য,কুড়িগ্রাম-৪ সংসদীয় আসনটি চিলমারী, রৌমারী ও রাজিবপুর—এই তিনটি উপজেলা নিয়ে গঠিত। আসন্ন নির্বাচনে এ আসনে একাধিক রাজনৈতিক দলের প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে।