কুড়িগ্রাম প্রতিনিধি: ২ জানুয়ারি ২০২৬ , ৩:২৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-৩ সংসদীয় আসনে (উলিপুর উপজেলা) মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। যাচাই শেষে এ আসনে পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি একজন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং অপর একজনের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।
রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, যাচাই-বাছাইয়ে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন,মামুনুর রশীদ — খেলাফতে মজলিস,ডা.মো.আক্কাস আলী সরকার — ইসলামী আন্দোলন বাংলাদেশ,মো.তাসভীর উল ইসলাম — বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি),সরকার মো. নুরে এরশাদ সিদ্দিকী — গণ অধিকার পরিষদ,আব্দুস সোবহান — জাতীয় পার্টি,অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেক সরকার–এর মনোনয়নপত্র প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির কারণে বাতিল করা হয়েছে।
এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো.মাহবুব আলম সালেহী–এর মনোনয়নপত্র স্থগিত রেখে পরবর্তী সিদ্ধান্তের জন্য বিবেচনায় রাখা হয়েছে।
উল্লেখ্য, কুড়িগ্রাম-৩ আসনটি উলিপুর উপজেলা নিয়ে গঠিত। এই উপজেলায় রয়েছে ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা। আসন্ন নির্বাচনে এ আসনে ভোটারদের অংশগ্রহণ ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ঘিরে ইতোমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে,যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল বা স্থগিত হয়েছে তারা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন।





