বিবিধ

কুড়িগ্রাম-২ আসনে এনসিপির মনোনয়নপত্র সংগ্রহ

  কুড়িগ্রাম প্রতিনিধি: ২৩ ডিসেম্বর ২০২৫ , ৩:০১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-২ সংসদীয় আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদ।
মঙ্গলবার (২৬ তারিখ) দুপুর ১২টায় কুড়িগ্রাম রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ড. আতিক মুজাহিদের পক্ষে মনোনয়ন ফর্ম উত্তোলন করেন এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়া ও সদস্য সচিব মাসুম মিয়া।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান এনসিপির নেতৃবৃন্দের হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র তুলে দেন।
মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিএম কুদরাত-এ-খুদা, এনসিপির জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েল, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান, হাফিজুর রহমান খান, রাজু আহমেদ রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাবু, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাওলানা দিনার মিনহাজ, জাতীয় নারী শক্তির জেলা আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা এবং জাতীয় ছাত্র শক্তির জেলা শাখার সদস্য সচিব সাদিকুর রহমানসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।