কুড়িগ্রাম প্রতিনিধি: ২৯ ডিসেম্বর ২০২৫ , ৯:০৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রাম-১ আসন, যা নাগেশ্বরী, ভূরুঙ্গামারী উপজেলা ও কচাকাটা থানা নিয়ে গঠিত, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন দাখিলের শেষ দিন(সোমবার) মোট ৬ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে সাবেক এমপি ও সাবেক জেলা কমিটির সদস্য সচিব সাইফুর রহমান রানা, জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রার্থী হিসেবে সহকারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম, জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সাবেক এমপি একেএম মোস্তাফিজুর রহমান, ইসলামী আন্দোলনের প্রার্থী হারিসুল বারী রনি, জাকের পার্টির প্রার্থী আব্দুল হাই মাস্টার এবং গণ অধিকার পরিষদের প্রার্থী বিন ইয়ামিন মোল্লা মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
উল্লেখ্য, কুড়িগ্রাম-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫,৬৩,৯৭৪ জন এবং ভোট কেন্দ্রের সংখ্যা ২৩১টি।











