আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম: ১ জানুয়ারি ২০২৬ , ৮:১৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন যাচাই-বাছাইয়ের প্রথম দিনে কুড়িগ্রাম জেলার দুটি সংসদীয় আসন—কুড়িগ্রাম-১ ও কুড়িগ্রাম-২ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই করা হয়েছে। এদিন দুই আসনে মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই শেষে এর মধ্যে ২টি মনোনয়ন বাতিল ও ১টি স্থগিত করা হয়েছে।
কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট) আসনে দাখিল করা ৯টি মনোনয়নপত্রের মধ্যে ৭টি বৈধ ঘোষণা করা হয়।
জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী ও সাবেক সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী মো. আতিকুর রহমান–এর মনোনয়নপত্র ত্রুটিপূর্ণ হওয়ায় বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
এছাড়া আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী মো. নজরুল ইসলাম–এর মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।
জানা গেছে, সাবেক এমপি পনির উদ্দিন আহমেদের মনোনয়নপত্রে মামলার তথ্য গোপন রাখার অভিযোগে তার মনোনয়ন বাতিল করা হয়।
কুড়িগ্রাম-২ আসনে বৈধ প্রার্থীরা হলেন—বিএনপির মনোনীত প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ,
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইয়াছিন আলী সরকার,
ইসলামী আন্দোলনের মাওলানা নূর বখত,
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ড. আতিকুর রহমান মুজাহিদ,নাগরিক ঐক্য পার্টির মুহাম্মদ আব্দুস সালাম
এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নূর মোহাম্মদ।
কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী) আসনে মনোনয়নপত্র দাখিলকারী ৬ জন প্রার্থীর সবার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন—
বিএনপির সাবেক এমপি সাইফুর রহমান রানা,
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আনোয়ারুল ইসলাম,
জাতীয় পার্টির (এরশাদ) সাবেক এমপি এ কে এম মোস্তাফিজুর রহমান মোস্তাক,ইসলামী আন্দোলনের হারিসুল বারী রনি,জাকের পার্টির আব্দুল হাই
ও গণ অধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন তথ্য নিশ্চিত করেছেন।











