স্বাস্থ্য

কুড়িগ্রামে বিশ্ব ডিম দিবস ২০২৫ উদযাপন

  কুড়িগ্রাম প্রতিনিধি: ১০ অক্টোবর ২০২৫ , ১২:৩৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

বিশ্ব ডিম দিবস-২০২৫ উপলক্ষে কুড়িগ্রামে নানা আয়োজনে দিনটি উদযাপন করেছে জেলা প্রাণিসম্পদ দপ্তর। শুক্রবার (১০ অক্টোবর) সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

“ডিমে আছে প্রোটিন, খেতে হবে প্রতিদিন”— এ স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে বক্তারা ডিমের পুষ্টিগুণ, স্বাস্থ্য উপকারিতা ও অপুষ্টি দূরীকরণে এর ভূমিকা তুলে ধরেন। তারা বলেন, ডিম সাশ্রয়ী ও সহজলভ্য পুষ্টিকর খাবার, যা শিশুসহ সব বয়সী মানুষের দৈনন্দিন খাদ্যতালিকায় থাকা উচিত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. হাবিবুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, কুড়িগ্রাম। সভাপতিত্ব করেন ডা. আব্দুল আজিজ প্রধান, জেলা ডিডি (AI), কুড়িগ্রাম। বক্তারা ডিম উৎপাদন বৃদ্ধিতে খামারিদের ভূমিকা ও জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীরা “প্রতিদিন এক ডিম খাব, অপুষ্টি দূর করব”— এই শপথ বাক্য পাঠ করেন।

বিশ্ব ডিম দিবসের এই আয়োজনে প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পোলট্রি খামারি, শিক্ষার্থী ও স্থানীয় জনগণ অংশ নেন।