কুড়িগ্রাম প্রতিনিধি: ২৫ ডিসেম্বর ২০২৫ , ৫:১৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন (যিশু খ্রিস্টের জন্মদিন) নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার রিভার ভিউ মোড় এলাকায় অস্থায়ী চার্চে বিশেষ প্রার্থনা, ধর্মীয় সঙ্গীত, ধর্মীয় বাণী পাঠ ও কেক কাটার মাধ্যমে বড়দিনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় খ্রিস্টান সম্প্রদায়ের নারী-পুরুষ ও শিশুরা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানে অংশ নেন।
বড়দিন উপলক্ষে জেলার বিভিন্ন এলাকার খ্রিস্টান পরিবারগুলো তাদের বাড়িঘর ও গির্জাগুলো আলোকসজ্জায় সাজিয়ে তোলে। এতে পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের অস্থায়ী চার্চের বাক্য পরিচর্যক ইমরান সরকার, সিনথিয়া সাফরিন, রোমান ইমতিয়াজসহ খ্রিস্টান সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বাক্য পরিচর্যক ইমরান সরকার বলেন,
“বড়দিন শান্তি, ভালোবাসা ও মানবিকতার বার্তা বহন করে। প্রতিবছরের মতো এবারও কুড়িগ্রামে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এই দিনটি উদযাপিত হচ্ছে।”
বড়দিন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। অনুষ্ঠানস্থলসহ আশপাশের এলাকায় পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুর রহিম বলেন,“বড়দিনের সব আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করতে আমরা সর্বদা সজাগ রয়েছি। এখানে আমাদের মোবাইল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।”











