কুড়িগ্রাম প্রতিনিধি: ১৫ ডিসেম্বর ২০২৫ , ৬:৪৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে কুড়িগ্রামে তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে।
আজ বিকেলে কুড়িগ্রাম জেলা আউটডোর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের শুরুতে জেলা প্রশাসক বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক সূচনা করেন। পরে তিনি আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন,
“এই বিজয় মেলার মাধ্যমে নতুন প্রজন্ম মহান বিজয় দিবসের তাৎপর্য সম্পর্কে জানার সুযোগ পাবে। একই সঙ্গে জেলার উদ্যোক্তাদের তৈরি পণ্যের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, এমন আয়োজন স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহিত করার পাশাপাশি জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী এ মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় উদ্যোক্তাদের অংশগ্রহণে নানা ধরনের স্টল বসানো হয়েছে। মেলায় দর্শনার্থীদের জন্য দেশীয় পণ্য, হস্তশিল্প, খাদ্যসামগ্রীসহ নানা আয়োজন রাখা হয়েছে।
মেলা চলাকালীন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় দিবস বিষয়ক কর্মসূচিও আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান।










