রাজনীতি

কুড়িগ্রামে জুলাই শহীদ দিবস উপলক্ষে গণ অধিকার পরিষদের পদযাএা

  কুড়িগ্রাম প্রতিনিধি: ১৬ জুলাই ২০২৫ , ৭:৫৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামে জুলাই শহীদ দিবস উপলক্ষে গণহত্যার বিচার,গণহত্যায় জড়িত ফ্যাসিস্টদের রাজনীতি নিষিদ্ধকরণ ও রাষ্ট্র সংস্কারের দাবিতে গণ অধিকার পরিষদের পদযাএা অনুষ্ঠিত হয়।

পদযাএাটি কুড়িগ্রাম সদরের শাপলা চত্বর থেকে বাহির হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে সমাবেশ করেন।

সমাবেশে গণ অধিকার পরিষদের বিভাগীয় সম্বন্বয়ক আমিনুল ইসলাম আমিন বলেন গণহত্যায় যারা জড়িত তাঁদের দ্রুত বিচার করতে।
এসময় আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা গণ অধিকার পরিষদের সভাপতি এ্যাডভোকেট সাজ্জাদ হোসেন পলাশ,সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ, জেলা গণ অধিকার পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক মোফাখখারুল ইসলাম, সদর উপজেলার গণ অধিকার পরিষদের আহবায়ক আকুল মিয়া,সদস্য সচিব আব্দুল কাইয়ুমসহ প্রমুখ।