কুড়িগ্রাম প্রতিনিধি: ৩ ডিসেম্বর ২০২৫ , ৮:২২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রাম জেলার ইউনিয়ন পর্যায়ে বাস্তবায়িত উন্নয়নমূলক প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে বেসরকারি সংস্থা এসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভলপমেন্ট (আফাদ) আলমাস মিলনায়তনে এ আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন আফাদের চেয়ারম্যান মোর্শেদা পারভীন। এতে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক এ. এম. মনিরুজ্জামান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিন, কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. কামরুল ইসলাম, পাঁচগাছি ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার, ঘোগাদহ ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, এসিল্যান্ড আরিফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান, কৃষি কর্মকর্তা নাহিদা আফরিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহীন মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা সরকার, আফাদের সমন্বয়কারী রেশমা সুলতানা এবং প্রকল্প সমন্বয়কারী রফিকুল ইসলাম।
প্রকল্প বাস্তবায়ন ও মেয়াদ
‘Resilience Strengthening of Vulnerable Population’ শীর্ষক প্রকল্পটি গত ২০২২ সালের ১ নভেম্বর শুরু হয়। চলবে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ও ঘোগাদহ ইউনিয়নে কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ম্যাল্টেসার ইন্টারন্যাশনাল বিএমজেড-পিটি–এর সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে আফাদ।
প্রকল্পটির উপকারভোগীর সংখ্যা ৯ হাজার ৬৯ জন। তাঁদের মধ্যে—প্রতিবন্ধী ব্যক্তি ১২ জন,প্রতিবন্ধী পরিবারের সদস্য ৪৬ জন,দলিত সম্প্রদায়ের সদস্য ৩০ জন,তৃতীয় লিঙ্গের সদস্য ২২ জন,নারী প্রধান পরিবার ২৭টি, ঝুঁকিপূর্ণ পরিবার ৩৪৩টি,প্রত্যক্ষ উপকারভোগী ৪৮০ জন,পরোক্ষ উপকারভোগী ৮ হাজার ৫৮৯ জন,
সমাপনী অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক প্রত্যক্ষ সদস্য অংশ নেন।উপকারভোগীদের হাতে প্রকল্পের অংশ হিসেবে আম, মাল্টা ও পেয়ারা চারা তুলে দেওয়া হয়। আয়োজকেরা বলেন, এসব গাছ আয়ের উৎস তৈরিতে সহায়তা করবে।
অনুষ্ঠানে শিক্ষক,কৃষক,কৃষাণী,জনপ্রতিনিধি, সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, দলিত সম্প্রদায়, তৃতীয় লিঙ্গের সদস্য এবং স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।











