বিবিধ

কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের  বৃত্তি পরীক্ষায় সুযোগ প্রদানের দাবিতে মানববন্ধন

  কুড়িগ্রাম প্রতিনিধি: ২৪ জুলাই ২০২৫ , ৬:২৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; highlight: false; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 38;

কুড়িগ্রামে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০ টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির রংপুর বিভাগীয় সচিব আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে ও শিবরাম মডেল প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক জামিনুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক শামসুল আলম, বর্ডার গার্ড পাবলিক স্কুলের প্রধান শিক্ষক নুরনবী সরকার ও উপজেলা প্রশাসন একাডেমির অধ্যক্ষ সফিয়ার রহমান।
বক্তারা অবিলম্বে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্যমূলক আইন বাতিল করে বেসকারি প্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেনে অধ্যায়নরত শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টির আহ্বান জানান।
এছাড়াও মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা বরারব জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।#